শিক্ষা

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ। বুধবার (৫ মার্চ) দুপুর ১২টায় অনলাইনে এ আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবার গুচ্ছ ভর্তিতে আবেদন করতে শিক্ষার্থীদের ফি দিতে হবে এক হাজার ৫০০ টাকা। এছাড়া আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদনপ্রক্রিয়া শেষে আগামী ২৫ এপ্রিল শুরু হবে ভর্তি পরীক্ষা, যা শেষ হবে ৯ মে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যে যথাক্রমে ‌‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। সেকেন্ড টাইমে (দ্বিতীয়বার) ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগও রাখা হয়েছে এবার।

ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী- ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিটি পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া ৯ মে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে। ঢাকাসহ মোট ২০ কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button