বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে যারা বক্তব্য দেয় তারা ওলামা লীগের কেউ নয় : নাফেয়ী

0
85

ওলামা লীগের নাম ব্যবহার করে যে বা যারা প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তারা বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেউ নয় বলে দাবি করেছেন ওলামা লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী।

বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সাংসদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

মাসুম বিল্লাহ নাফেয়ী বলেন, সাম্প্রদায়িক কর্মকাণ্ডের কারণে আবুল হাসান শেখ শরিয়তপুরীকে ওলামা লীগ থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। সে ওলামা লীগের কেউ নয়, ওলামা লীগের নাম ব্যবহার করে সাম্প্রদায়িক বন্ধু রাষ্ট্র ভারতের বিরোধী বক্তব্য দিয়ে সংগঠনকে বিতর্কিত করতে চেষ্টা করছে। ওলামা লীগ এর তীব্র নিন্দা জানাচ্ছে।

তিনি বলেন, ওলামা লীগ ও সমমনা ১৩ দলের ব্যানার ব্যবহার করে একটি অশুভ চক্র যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন, সেগুলো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এর সাথে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির কোন সম্পৃক্তা নেই।

নাফেয়ী আরও বলেন, ভারত সাথে আমাদের রক্তের সম্পর্ক। সে ভারতের বিরুদ্ধে যারা উস্কানিমূলক বক্তব্য দেয় তারা নিঃসন্দেহে দেশবিরোধী চক্র। ওলামা লীগের৷ নাম ব্যবহার করলেও তারা ওলামা লীগের কেউ নয়।