বাগেরহাট
মোংলায় আওয়ামীলীগ নেতা নাসির হাওলাদারের ফাঁসি’র দাবিতে মানববন্ধন


সুমন, স্টাফ রিপোর্টারঃ মোংলায় আওয়ামীলীগের নেতার ফাঁসীর দাবিতে বিহ্মোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় মোংলার দিগরাজ বাজারে এ মানববন্ধন করেন বুড়িরডাঙ্গা ইউনিয়নের নির্যাতিত মানুষেরা।
মোংলা পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদারের ফাঁসি চেয়ে স্লোগান দিয়ে ফেস্টুন, ব্যানারে মিছিলটি আপাবাড়ি সংলগ্ন মোংলা-খুলনা সড়ক থেকে শুরু করে বাজার পেট্রোল পাম্প চত্বরে এসে ব্যানারে মানবন্ধন করে ভুক্তভোগীরা।
মানববন্ধনে মাদক ব্যাবসায়ী,খুনি লুট-জুলুমকারী,চোরাচালানকারী মোংলার আওয়ামীলীগ নেতা নাসির হাওলাদারের তান্ডবে বিচার ও ফাঁসি’র দাবি করেন ।
এসময়ে মানবন্ধনে মর্জিনা বেগম,হেমায়েত হোসেন,শুকুর শেখ,শেখ জাহিদুল ইসলাম মৃদুলসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।