বাগেরহাট

“ডেভিল হান্ট”এর অভিযানে ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সুমন, স্টাফ রিপোর্টারঃ ডেভিল হান্টের অভিযানে খুলনার রুপসা এলাকা থেকে তিন জনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন(মোংলা)। আজ শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার রূপসা থানাধীন জাবুসা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ঐ এলাকা থেকে সিরাজুল ইসলাম (৪২), মোঃ গিয়াস শেখ (৪৪) এবং রনি শেখ (৩০) কে আটক করা হয়। জানা যায় তারা সকলেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত।

আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button