রাজধানী

শবেবরাত উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে খাবার ও পানীয় বিতরণ ভূঁইয়া ফাউন্ডেশনের

পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার ভূঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ঢাকায় বিভিন্ন স্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া (চেয়ারম্যান, ভূঁইয়া ফাউন্ডেশন) দরিদ্র মানুষের মাঝে খাবার ও পানীয় বিতরণ করেন।

এ সময় লন্ডন প্রবাসী বিশিষ্ট চিকিৎসক বক্ষব্যাধি বিশেষজ্ঞ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফরিদপুর ডিভিশনের সাবেক কো অর্ডিনেটর ডাক্তার মোহাম্মদ আনারুল ইসলাম উপস্থিত ছিলেন।

বছর ঘুরে রমজানের বার্তা নিয়ে এসেছে পবিত্র শবেবরাত। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবেবরাত পালিত হবে। ইসলাম ধর্মাবলম্বীদের বড় অংশ এ রাতকে মহিমান্বিত রজনী হিসেবে পালন করেন।

ফার্সি শব্দগুচ্ছ ‘শবেবরাত’ অর্থ ভাগ্যরজনী। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবেবরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।

ইসলাম ধর্মাবলম্বীদের অনেকে বিশ্বাস, শবেবরাতের রাতে রয়েছে পাপ মোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক ও আমল। তাই ইসলাম ধর্মাবলম্বীরা ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন শবেবরাতে। মৃত স্বজনের কবর জিয়ারত করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button