বাগেরহাট

মোংলায় “ডেভিল হান্ট” অভিযানে তিনজনকে আটক করেছে কোস্টগার্ড

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় অপারেশন ”ডেভিল হান্ট” এর অভিযানে ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)।

আজ বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি)দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। মধ্যেরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা এবং বাংলাদেশ নৌবাহিনী এর সমন্বয়ে মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঐ এলাকা থেকে হাশেম ফকির (৪৮), মোঃ সুলতান (৬৫) এবং গৌতম মন্ডল (৩৫) কে আটক করা হয়।

জানা যায় অভিযানে আটককৃত সকলেই আওয়ামী লীগ ও যুবলীগ এর নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button