সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম, সাধারণ সম্পাদক শামীম


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সরিষাবাড়ী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে বর্ণাঢ্য সাজে সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশন মাঠে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সরিষাবাড়ি পৌর সভাসহ ৮ ইউনিয়নের নেতা কর্মীদের বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে ব্যানার ফেস্টুনসহ দলে দলে সম্মেলনে যোগদান করেন।
উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডঃ শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন,ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ওহাব আকন্দ এবং জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হক খান দুলাল , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান আহমদ খান লোটন ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল। উক্ত সম্মেলনে আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদকে সভাপতি ও মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সম্মেলনে বক্তাগণ,বিগত সরকারের কঠোর সমালোচনা করে তাদের পরিনীতির কথা মাথায় রেখে সর্বদা সচেতন থেকে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন। দলীয় নেতা কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের কোন অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার দেন।