পোরশায় ট্রাক ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ, আহত ২


ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার পোরশা উপজেলার বেজোড়া মোড়ে ট্রাক ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সারাইগাছি মোড় থেকে ছেড়ে আসা মাহিন্দ্রটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়।
আহতদের মধ্যে মাহিন্দ্র চালক মো. আনোয়ার (সারাইগাছি কাতিপুর মোড়) এবং একই গ্রামের যাত্রী মো. শামসুদ্দিন রয়েছেন। শামসুদ্দিন তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে রহনপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এলাকাবাসীর অভিযোগ, অদক্ষ চালকদের কারণে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা জানান, “এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”