Uncategorized

ঘোড়াঘাটে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে চেতনানাশক প্রয়োগ করে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক উৎপল সরকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কশিগাড়ি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভি লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষক উৎপল কুমার সরকার জানান, রাত সাড়ে ৩টার দিকে আমার মেয়ের শোবার ঘর থেকে ডাক চিৎকার শুনে আমি ঘর থেকে বের হয়ে দেখতে পাই মেয়ের ঘরের দরজা বাহির থেকে বন্ধ। পরে দরজা খুলে ঘটনার বিষয়ে মেয়েকে জিজ্ঞেস করলে, আমার মেয়ে উপমা সরকার (১৬) জানায়, মুখোশ পরিহিত ডাকাত দলের ৫ জন আমার ঘরে প্রবেশ করে আমাকে ডাকতে থাকে। ঘুম থেকে জেগে তাদেরকে বলি আপনারা কারা? জবাবে ডাকাত দলের সদস্যরা জানায়, আমরা ডাকাত। তোমার বাবা মা কে চেতনানাশক প্রয়োগ করা হয়েছে চিৎকার ও কথা বার্তা করলে তোমাকে সহ তোমার বাবা মাকে মেরে ফেলা হবে।

এরপর ডাকাত সদস্যরা আমার মেয়ের হাতের ব্যাচ ও পায়ের নূপুর সহ বাড়ি থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৫৬ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও স্মার্ট টিভি নিয়ে আমার মেয়েকে বেঁধে রেখে বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে চলে যায়।

এ বিষয়ে বাড়ির মালিক উৎপল সরকার আরও বলেন,ডাকাতদলের সদস্যরা কিভাবে প্রবেশ করেছে তা আমি ধারণা করতে পারছি না।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে তদন্ত করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পুরোপুরি তদন্ত শেষে ঘটনার বিষয় জানা যাবে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মুঠোফোনে জানান, ভুক্তভোগী শিক্ষককের মৌখিক অভিযোগ সাপেক্ষে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button