রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খানের দাফন সম্পন্ন


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগের পিতা বাগেরহাট মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খানের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকালে শ্রেনীখালি ইসাখলি মাদ্রাসা প্রাঙ্গনে তাকে গার্ডঅফ অনার দেওয়া হয়। মোরলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের পক্ষ্য থেকে।
বাগেরহাট জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার দেন। বিউগলে করুন শুর বাজানো হয়। পরে এক মিনিট নিরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
গার্ড অফ অনার শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাজাহান খানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযুদ্ধা মোঃ নুরুল ইসলাম খান ঢাকায় মৃত্য বরন করেন। মরহুম মোঃ নুরুল ইসলাম খানের তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন ।