বিমানবন্দরগুলো ফের খুলে দিচ্ছে জিম্বাবুয়ে

0
105

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় জিম্বাবুয়ে সরকার অভ্যন্তরীণ ফ্লাইটসমূহ ধীরে ধীরে খুলে দেয়ার প্রস্তুতি নিয়েছে। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে কোভিড ১৯-এ সংক্রমণের হার কমছে। খবর সিনহুয়ার। মঙ্গলবার কেবিনেট বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির তথ্যমন্ত্রী মনিকা মুতাসভাংগাওয়া বলেন, অভ্যন্তরীণ ফ্লাইটসমূহ পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। পরে আন্তর্জাতিক ফ্লাইটগুলো খুলে দেয়া হবে।

মার্চ মাসের শেষ দিকে মহামারী করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জিম্বাবুয়ে তার সীমান্ত ও বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়। জিম্বাবুয়েতে ৬ হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫ হাজার ২৪১ জন, মারা গেছে ২০৩ জন।