টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলের মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

আব্দুল লতিফ,ঘাটাই (টাঙ্গাইল) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলের ঘাটাইলের মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজজত হোসেনের সভাপতিত্বে এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফখরুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক মো: বজলুল করিম,সিনিয়র শিক্ষক ও দৈনিক ইত্তেফাকের ঘাটাইল সংবাদদাতা সিনিয়র সাংবাদিক নৃরুজ্জামান মিঞাসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে একই মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রজব আলী।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button