আন্তর্জাতিক

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি

ইসরাইলি কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) গাজায় বন্দি চার ইসরিইলি নারী সেনার মুক্তি দেয়ার তিন ঘণ্টার মধ্যে এসব বন্দিকে মুক্তি দেয়া হয়। এর মধ্যদিয়ে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় বন্দি বিনিময় সম্পন্ন হল।

গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় বন্দি বিনিময়ের অংশ হিসেবে শনিবার দুপুরের দিকে চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দেয়া হয়। গত শুক্রবার (২৪ জানুয়ারি) তাদের নাম ঘোষণা করে হামাস। মুক্তিপ্রাপ্তরা হলেন যথাক্রমে করিনা আরিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ।

আল জাজিরা জানায়, মুক্তিপ্রাপ্ত চার নারী সেনা সুস্থ রয়েছে। মুক্তির সময় তাদের প্রত্যেকের হাতে একটি করে ব্যাগ ছিল। তাদেরকে হাসিমুখে জনতার দিকে হাত নাড়তে দেখা যায় এবং তারা বিজয়সূচক চিহ্নও দেখিয়ে ছবিও তোলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button