Uncategorized

৭২ এর সংবিধানে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়: নাসির উদ্দিন

৭২-এর সংবিধান দিয়ে এ দেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয় মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, গণপরিষদের মধ্য দিয়ে আমরা এমন একটি সংবিধান চাই, যার ফলে এ দেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে। গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে ২৪ এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। মায়েদের কথা, নারীদের কথা থাকতে হবে।’

তিনি বলেন, ‘বিচার প্রক্রিয়া আর সংস্কার প্রক্রিয়ায় কেউ যদি বাধা দিতে চায় তবে সবাইকে আবারও প্রস্তুত থাকতে হবে। বাধা দেয়ার পরিণতি হবে শেখ হাসিনার মতো।’

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা, পাহাড়ের সহযোদ্ধা, সমতলের সহযোদ্ধা- আসুন সবাই ঐক্যবদ্ধ হই। মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি।’

জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও আন্দোলন দমনে সংঘটিত হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে এ সমাবেশ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সমাবেশে ছাত্র নেতারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button