বাগেরহাট

কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক ২

সুমন,স্টাফ রিপোর্টারঃ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাগরামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ টি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামের মাসুম বিল্লাহ (৪৫) ও মোঃ শফিউল্লাহ খাঁ (৩০)।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাগরামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময়প ০২ টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, ০২ টি ককটেল, ০১ টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। পরে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button