রাজধানী

কারওয়ান বাজার থেকে সরিয়ে দেওয়া হলো অবরোধকারীদের

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজার মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার বেলা ১১টার পর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হলে পরে তারা সরে যেতে বাধ্য হন। অন্য আন্দোলনকারীরা জানান, আমাদেরকে বেশ কয়েকবার ধস্তাধস্তি করে ফুটপাতের দিকে সরিয়ে দেয়। আমরা অনেক চেষ্টা করেও মোড়ে দাঁড়াতে পারিনি। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি।

এসময় পুলিশের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ওনারা সকাল ৯টা থেকে এখানে অবস্থান নিয়েছিল। আমরা আধা ঘণ্টা আগে তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা যেন রাস্তাটি ছেড়ে দেয়। কারণ আপনারা জানেন এখানে অনেক হাসপাতাল, ক্লিনিক আছে। তাদের যাতায়াতে অসুবিধা তৈরি হচ্ছিল। ওনারা আমাদেরকে বলেছিল, আলোচনা করে আমাদেরকে জানাবে। কিন্তু যেহেতু ওনারা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেননি, তখন আমরা তাদেরকে অনুরোধ করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি।

বুধবার সকালে ৪ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন গত বছরের ৩১ মে কলিং ভিসায় যেতে না পারা কর্মীরা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button