শারীরিক প্রতিবন্ধী জীমের হাসি ফুটাতে হুইলচেয়ার দিলেন সরকারি ভূষণ স্কুলের শিক্ষকরা


ঝিনাইদহ কালীগঞ্জ কাশীপুর গ্রামের অসহায় শারীরিক প্রতিবন্ধীজীম ইসলাম (১১)কে একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন সরকারিভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ সোমবার সকালেস্কুল প্রাঙ্গণে হুইল চেয়ারটি হস্তান্তর করেন প্রধান শিক্ষক মকবুলহোসেন তোতা, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারীশিক্ষক আজিবর রহমান।
জীম ইসলাম কালীগঞ্জ পৌরসভার কাশীপুর গ্রামে সোহেলমালিথার ছেলে।জীমের বাবা জানায়, আমার তিন সন্তাান ২ ছেলেএক মেয়ে,আমি কৃষি কাজ করে কোন রকম সংসার চালায়,বড়ছেলে অষ্টম শ্রেনিতে পড়ে, মাঝে ছেলে প্রতিবন্ধী হওয়ার কারণেচলাফেরা করতে পারেনা খুবই সমস্যায় পড়তে হয়।ছোট মেয়ে ৪ বছরবয়স।
এ কারণে একটি হুইল চেয়ারের কথা অনেক মানুষকে বলেছি। কিন্তু কেউই সহযোগিতা করেনি।
বিষয়টি সরকারি নলডাঙ্গাভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনতোতাকে স্কুলে যায়ে জানালে তিনি একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন। এতে আমার পরিবারের সবাই খুব খুশি হয়েছি।