খুলনা

নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে কেএমপি’র ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত ব্রিফিং

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : আইন-শৃংখলার উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, সর্বপরি নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। ১৯ জানুয়ারী রবিবার সকাল ১১ টায় কেএমপি’র সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার উক্ত পরিকল্পনার কথা জানান।

প্রেস ব্রিফিং-এ কেএমপি’র চলমান অভিযানের সফলতা তুলে ধরা হয়। অপরাধ কমাতে নাগরিক সচেতনতা সৃষ্টিতে সকল পেশার মানুষদের সাথে মত -বিনিময়, বিভিন্ন মোড়ে যৌথ চেকপোস্ট স্থাপন, ক্রাইম স্পটগুলোতে বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান, ১২জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণাসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার জানান, খুলনা গড়ার লক্ষ্যে ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে- ‘এ্যাওয়ারনেস কার্ড’ বিতরণ। এ কার্ডের মাধ্যমে প্রতিটি নাগরিক নিজের থেকেই নিরাপত্তা নিশ্চিতে সজাগ থাকবে। এছাড়া সিসিটিভি ক্যামেরা স্থাপনে নাগরিকদের উৎসাহিত করা, ইজিবাইক চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, স্থাস্থ্য সচেতনতা বাড়াতে মিনি ম্যারাথন রেস/দ্রুত হাঁটা প্রতিযোগিতা এবং শিশু কিশোরদের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নে ২১ ফেব্রুয়ারী হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সালেহ মোঃ রায়হান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ কুতুবউদ্দিন ও ডিসি সাউথ মোঃ মনিরুজ্জামান মিঠু।

সংবাদ সম্মেলন শেষে পুলিশ কমিশনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন মতামত গুরুত্ব সহকারে শ্রবণ করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button