তুলা চাষে আগ্রহ বাড়ছে চারঘাটের কৃষকদের

আতিকুর আশা, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:চারঘাটে অনুকূল আবহাওয়ায় তুলার বাম্পার ফলন হওয়ায় তুলা চাষে আগ্রহী হচ্ছেন উপজেলার কৃষকরা। আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহীর চারঘাটে গত কয়েক বছর ধরে আমের উৎপাদনে ভাটা পড়ায় এবং অন্য ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বিকল্প ফসল হিসেবে তুলা চাষে ছুটছেন।
উৎপাদন খরচ কম ও দ্বিগুন লাভজনক হওয়ায় কৃষকরা নিজ নিজ জমি ও অন্যের জমি লীজ নিয়ে তুলার চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। সরকারী প্রনোদনা ও তুলা উন্নয়ন বোর্ডের সময়মত প্রয়োজনীয় পরামর্শেই তুলা চাষে উদ্বুদ্ধ হচ্ছে উপজেলা কৃষকরা বলে জানিয়েছেন তুলা উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসার হোসেন আলী।
উপজেলা তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় চলতি মৌসুমে চারঘাট উপজেলায় প্রায় ৪৪৫ হেক্টর জমিতে তুলা চাষ করছে। যা গত বছরের চেয়ে বেশি এবং তুলনামূলক কম খরচ ও অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর নতুন নতুন কৃষক তুলা চাষে আগ্রহী হচ্ছেন। ১৪টি গ্রামকে ৪টি বøক এ প্রায় কয়েক প্রকার তুলা চাষ করছেন। এছাড়া কম বেশি প্রত্যেকটি গ্রামেই তুলা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষকরা হোয়াইট গোল্ড-১ ও হোয়াইট গোল্ড-২, রুপালী (হাইব্রীড) প্রজাতি তুলার বীজ বপন করেছেন। চাষীদের ধারনা এবার বিঘা প্রতি প্রায় ১৮-২০ মন তুলার ফলন পাওয়া যাবে। যেখানে প্রতি মন তুলা বিক্রয় হচ্ছে ৩৬০০ টাকা থেকে ৪০০০ টাকা। মিল মালিকরা সরাসরি ক্ষেত থেকে তুলা চাষীদের কাছ থেকে তুলা ক্রয় করছে।
উপজেলার নিমপাড়া ইউনিয়নের তুলা চাষী মাজদার রহমান এর সাথে কথা বলে জানা যায়, তিনি প্রায় ২ বিঘা জমিতে তুলা চাষ করছেন। সাথী ফসল হিসেবে লাল শাক উৎপাদন করে ইতিমধ্যে ২ বিঘা জমি থেকে প্রায় ২০ হাজার টাকা আয় করেছেন। চলতি মৌসুমে প্রতি বিঘায় প্রায় ২০ মন তুলার ফলন আশা করছেন। প্রতি বিঘা তুলা চাষে ১০-১২ হাজার টাকা খরচ হয়। খরচ বাদ দিয়ে কৃষকরা প্রতি বিঘায় প্রায় ৪০-৫০ হাজার টাকা অধিক মুনাফা করতে পারছেন বলে তিনি জানান। একই গ্রামের মাহার উদ্দীনের জানান, অধিক লাভজনক, তুলনামূলক অন্য ফসলের চেয়ে কম খরচ ও তুলা পরবর্তী অন্য ফসলের ফলন ভালো হওয়ায় তিনি প্রায় ১ বিঘা আম বাগান কেটে ফেলে তুলা চাষ শুরু করেছেন। তিনি চ:লতি মৌসুমে ভালো ফলন আশা করছেন।
তুলা চাষী নাহিদ জানান তুলা চাষে প্রনোদনা হিসেবে তুলা উন্নয়ন বোর্ড থেকে ইউরিয়া, ডিএপি, কিটনাশক, পিজিআরসহ হাইব্রিড বীজ পেয়েছি। তুলা উন্নয়ন বোর্ড এর কর্মরত স্টাফরা ভালো ফলন নিশ্চিত করতে নিয়মিত পরামর্শ প্রদান করেন। তাই তিনি এ বছর প্রায় ৫ বিঘা জমিতে তুলা চাষ করছেন। জমি প্রস্তুত, সার, সেচ, কীটনাশক পরিচর্যাসহ উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভজনক হবে বলে তিনি আশা করছেন। তুলা অন্যতম অর্থকরী ফসল উপজেলার একমাত্র বস্ত্র রপ্তানীকারক প্রতিষ্ঠান থানাপাড়া সোয়ালোজ এর নির্বাহী কর্মকর্তা রায়হান আলী। বস্তশিল্পের চাহিদা মিটাতে প্রতি বছর প্রায় ৮০ বেল তুলার প্রয়োজন হয়, এর মধ্যে প্রায় ১৫% দেশে উৎপাদন হচ্ছে। তুলার উৎপাদন বৃদ্ধি পেলে বিদেশ থেকে তুলা আমদানী নির্ভরতা কমাবে বলে তিনি জানান।
রাজশাহীর প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোজাদ্দিক আলী শামীম বলেন, চারঘাট উপজেলার অধিকাংশ জমি তুলা চাষের উপযোগী। সরকারীভাবে তুলার মূল্য বৃদ্ধি করায় নায্য দামে সরাসরি মিল মালিকের কাছে তুলা বিক্রয় করছেন কৃষকরা । ফলে দিন দিন তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কেউ তুলা চাষ করতে চাইলে আমরা সব ধরনের সহায়তা করছি। আমরা আশা করছি আগামীতে অন্যান্য ফসলের মতো তুলা চাষের পরিমান আরও বৃদ্ধি পাবে।