রাজনীতি

আমরা সীমাহীন ওয়াদার রাজনীতি করি না: ডা.শফিকুর রহমান

মতিন রহমান, মাগুরা: জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সীমাহীন ওয়াদার রাজনীতি করি না, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়তে চাই। ঘুষ দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ গড়তে চাই। বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা বাস করে বাংলাদেশে, চাকুরী করে বাংলাদেশে, নেতৃত্বে দেয় বাংলাদেশে, অথচ টাকা জমায় বিদেশে। তারা বিদেশে বেগম পাড়ায় নামের রাজপ্রাসাদ তৈরি করে। বিগত সাড়ে ১৫ বছরে তারা ২৬ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এসব টাকা জাল ফেলে তন্ন তন্ন খুজে বের করে দেশে ফেরত আনতে হবে বলেও দাবি জানান তিনি।

বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরা নোমানী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার কর্মী সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর এমবি বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, যশোর জেলা শাখার সাবেক আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারি পরিচালক আব্দুল মতিন, জেলা জামায়াতের সাবেক আমীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারি পরিচালক ড. আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মাওলানা বদরুদ্দিন।

এছাড়াও জেলা জামায়াতের সাধারন সম্পাদক অধ্যাপক সাঈদ আহমেদ, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মাওলানা বদরুউদ্দিন, গণ অধিকারের সভাপতি বরকতুল্লাহ, কৃষিবিদ গ্রুপের এমডি ও ঢাকাস্থ মাগুরা ফোরামের পরিচালক ড. আলী আফজাল, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শ্রমিক নেতা আলমগীর হাসান রাজু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এ্যাড আজমতুউল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মো: আমিন উদ্দিন আশিক সহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button