ভোলায় কোস্টগার্ডের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজীর অভিযোগে কামাল মাঝি আটক

0
96

ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার মেঘনা তেতুলিয়া নদীতে কোস্টগার্ডের নাম ভাঙ্গিয়ে জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে কামাল মাঝি নামের এক ব্যক্তি কে আটক করেছেন কোস্টগার্ড। সোমবার সকালে ইলিশা জংশন এলাকা থেকে কামাল মাঝি কে আটক করেন দক্ষিন জোন কোস্টগার্ড।

কোস্টগার্ড জানান, দীর্ঘদিন কোকোস্টগার্ডের বহিষ্কৃত মাঝি ইলিশা ৬নং ওয়ার্ডের খলিল মাঝির ছেলে কামাল আমাদের নাম ভাঙ্গিয়ে মেঘনা তেতুলিয়া নদীতে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে চাদাঁ উত্তোলন করেছেন।

এনিয়ে গত কয়েকদিন সংবাদ প্রকাশের পর তদন্তসাপেক্ষ প্রমাণসহ চাঁদাবাজ কামাল মাঝি কে আটক করা হয়। আটককৃত কামাল কে পরবর্তী অাইনানুগ ব্যবস্থার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয় এবং মামলা প্রক্রিয়াধীন। এদিকে কামাল মাঝিকে আটক করায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।