পাকিস্তানকে ‘চীনের পুতুল’ বললেন জয়শঙ্কর

0
83

ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে ইমরান খানের খোঁচার জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তানকে চীনের পুতুল বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, ভারত কখনোই আমেরিকা বা অন্য কোনো দেশের হাতের পুতুল ছিল না, ভবিষ্যতেও হবে না।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখন চীনের হাতের পুতুলে পরিণত হয়েছে। তাই ভারতের বিরুদ্ধে আমেরিকার প্রক্সি হওয়ার অভিযোগ তুলছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছেন, বেইজিংকে ঠেকানোর জন্য ওয়াশিংটনের আজ্ঞাবহ হয়েছে নয়াদিল্লি। আমেরিকা-সহ পশ্চিমি রাষ্ট্রগুলো চীনের উত্থান ঠেকাতে ‘প্রক্সি’ হিসেবে ভারতকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

ইমরানের অভিযোগ প্রসঙ্গে এস জয়শঙ্করের জবাব, যারা এমন কথা বলেন, তারা সম্ভবত নিজেদের দেশের ইতিহাসটাই ব্যাখ্যা করেন। কয়েক দশক ধরে আমেরিকার অনুগত হয়ে থাকার পর গত এক দশকে পাকিস্তান সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে চীনের হাতের পুতুলে পরিণত হয়েছে। কিন্তু ভারত বরাবরই তার স্বকীয় চরিত্র বজায় রেখেছে।