কুষ্টিয়া

কুষ্টিয়ার বটতৈল ইউপি চেয়ারম‌্যান মিন্টু ফকির গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধিঃ গত ৫আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অসংখ্য মানুষ নিহত ও আহত হয়েছে। এর মধ্যে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়। পরে আশরাফুলের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। সে মামলার আসামি ছিলেন সদর উপ‌জেলার বট‌তৈল ইউনিয়ন প‌রিষদের (ইউপি) চেয়ারম‌্যান মিজানুর রহমান ওর‌ফে মিন্টু ফ‌কির। উক্ত আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর গাঁঢাকা দেয় কুষ্টিয়া জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে ইউপি চেয়ারম্যান মিন্টু ফকিরের নামে মামলা হলে দীর্ঘ চার মাস পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তথ্য সূত্রে পুলিশ জানতে পারে আসামি মিন্টু ফকির তার নিজ এলাকায় অবস্থান করছে। পরে বিকেল ৩টার দি‌কে বট‌তৈল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এবিষয়ে কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান‌ শিহাব তথ‌্য নিশ্চিত করে বলেন, সু‌নি‌র্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মিন্টু ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তি‌নি গত ৫ আগস্ট বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নে আশরাফুল হত্যা মামলার ২১ নম্বর আসামি। গ্রেপ্তা‌রের পর আদাল‌তের মাধ‌্যমে তা‌কে কারাগারে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বা‌ড়ি ফেরার সময় শহ‌রের বকচত্বর এলাকায় গুলিতে নিহত হন রঙ মিস্ত্রী আশরাফুল ইসলাম। এ ঘটনায় গত ২০ আগস্ট নিহ‌তের স্ত্রী লাবণী আক্তার ইতি বাদী হয়ে কু‌ষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। উক্ত মামলায় আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহবুব-উল আলম হা‌নিফ ও তার চাচা‌তো ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কু‌ষ্টিয়া সদর উপ‌জেলা প‌রিষদের সাবেক চেয়ারম‌্যান আতাউর রহমান আতাকে আসামি করে ২৯ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৫০ থে‌কে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি হি‌সে‌বে ইউপি চেয়ারম‌্যান‌ মিন্টু ফকিরকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে ইউপি চেয়ারম্যান মিন্টু ফকির দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে গত ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হ‌য়ে চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌ন। নাম প্রকাশে অনিচ্ছুক’ বেশকয়েকজন বলেন, ওই সময় ক্ষমতা পেতে মরিয়া হয়ে ওঠেন মিন্টু ফকির। সে সময় ইউপি নির্বাচনকে ঘিরে বটতৈল এলাকায় মারামারির ঘটনা ঘটে। সে ঘটনায় গোলাগুলিও হয়। তখন তিনি আহত হয়ে হাসপাতালে গেলেও নির্বাচনের পর তিনি দিব্বি সুস্থ হয়ে ঘুরে বেড়ান। ওই সময় তার ন্যাকা কান্না দেখে ভোটাররা তাকে ভোট দিলেও কোন সুবিধা পায়নি এলাকার জনগন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button