উপনির্বাচন : প্রার্থী চূড়ান্ত করতে বসছে আ.লীগের মনোনয়ন বোর্ড

0
97

আজ রোববার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে চারটায় গণভবনে অনুষ্ঠিত হবে। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) সহ পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এ সভা ডাকা হয়েছে।শনিবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ড সভায় সভাপতিত্ব করবেন।জানা গেছে, সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যের বাইরেও বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা থাকবেন। এলাকার জনপ্রিয়তা, বৈঠকের জরিপ ও তৃণমূলের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী চূড়ান্ত হবে। পাঁচটি শূন্য আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ১৪১ জন।

এর মধ্যে ঢাকা-১৮ আসনে সর্বোচ্চ ৫৬ জন মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে মাত্র তিনজন নৌকার মনোনয়ন চেয়ে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এছাড়া নওগাঁ-৬ আসনে ৩৪ জন, পাবনা-৪ আসনে ২৮ জন ও ঢাকা-৫ আসনে মনোনয়ন পেতে ২০ জন মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। গত রোববার (২৩ আগষ্ট) ছিলো আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ সময়।