ভোলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড এর বেহাল অবস্থা

0
81

ইয়ামিন হোসেন: দ্বীপ জেলা ভোলার ২০ লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ভোলা সদর হাসপাতাল। আর সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে সব সময় রোগী ভর্তি থাকে, এর পরেও ডায়রিয়া ওয়ার্ড সব সময় নিজেই আক্রান্ত, থাকে দুর্গন্ধে। একদিকে দেয়ালের বাহিরের গন্ধ অন্যদিকে ভিতরের দূর্গন্ধে রোগীরা আরো বেশি আক্রান্ত হয় বলে জানা গেছে।

দৈনিক বাংলার কন্ঠের রাজাপুর প্রতিনিধি আমির হোসেন বলেন, আমার ভাই কে নিয়ে ডায়রিয়া ওয়ার্ডে  গিয়েছি দূর্গন্ধে রোগীর সাথে যারা ছিলো তারাও আক্রান্ত, তিনি বলেন, বাথরুম এর উপরে ময়লা, বেড এর উপরে ময়লা মনে হয় ১ মাসে ও পরিস্কার করেনি।

 

রোগীর স্বজন ইলিশার ব্যবসায়ী আক্তার হাওলাদার বলেন, সরকার স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সদর হাসপাতালে আসলে মনে হয় কোন উন্নতি হয়নি আর ডায়রিয়া ওয়ার্ডে যদি হাসপাতালের বড় কোন দায়িত্বশীল কে ঘুরিয়ে আনা যেতো তাহলে তিনি বুঝতেন রোগীদের অবস্থা।

এই বিষয়ে ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার তৈয়বুর রহমান বলেন, এখনি পরিস্কারের ব্যবস্থা করবো, অলরেডি কাজ শুরু হওয়ার কথা।