গাইবান্ধা

সাবেক এমপি সাহাদার মান্নানের এপিএস গ্রেপ্তার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের সহকারী একান্ত সচিব (এপিএস) অসীম কুমারকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা থানা পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে হত্যার মামলায় অভিযুক্ত ছিলেন অসীম কুমার। এ ছাড়া বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট পাঁচটি মামলা রয়েছে তার নামে। এসব মামলায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফুলছড়ির বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, ছাত্র হত্যা ও বিএনপির অফিস ভাঙচুরের মামলার আসামি বগুড়া-১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নানের এপিএস অসীম কুমারকে গ্রেপ্তারের পর গাইবান্ধা সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ইতোমধ্যে বগুড়া থেকে পুলিশের একটি টিম গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা পৌঁছালে আসামিকে বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button