নীলফামারী ডিমলায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0
77

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধিঃনীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোকলেছুর রহমান বিপিএম, পিপিএম নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারবাহিকতায ডিমলা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় নিষিদ্ধ ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিমলা থানা পুলিশ টেপাখরিবাড়ী ইউনিয়নের ভারতীয় বর্ডার সংলগ্ন তেলির বাজার (তিস্তা নদীর পাড়) অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ফেন্সিডিল সহ আসামি মোঃ জয়নাল আবেদীন (১৯) পিতা মোঃ হোসেন আলী কে গ্রেফতার করেন।

স্থানীয় সূত্র, ভারতীয় সীমানা কাঁটাতার সংলগ্ন এলাকায় গোপনে মাদক চোরাকারবারী হয়। পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গ্রেফতার এড়াতে মাদক সহ অন্যান্য ভারতীয় পণ্য ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে তবে এখন পর্যন্ত চোরাচালানীর মালামাল সহ অনেকেই আটক করতে সক্ষম হয়েছে।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন, ডিমলা থানার এসআই উজ্জল শাহ্ এসআই অনন্ত মোহন রায় ও এসআই আকতার হোসেন সহ পুলিশের একটি চৌকস টিম।

ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গোপন সূত্রে মাদক চোরাকারবারীরা মাদক পাচার করতে পারে এমন তথ্যে পুলিশের একটি টিমকে অভিযানে পাঠাই। সেখান থেকে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় ডিমলা থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানা যায়।