মাগুরায় ৫৫৫টি মন্ডপে দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি


মতিন রহমান , সিনিয়র রিপোর্টার: আসছে বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কাজে।
মাগুরা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর জেলায় ৫৫৫ টি মণ্ডপে পূজার আয়োজন চলছে। এরমধ্যে মাগুরা সদরে ১৮০ টি, মহম্মদপুরে ১০২টি শালিখা ১২০টি, শ্রীপুরে ১৩৬টি এবং পৌরসভায় ১৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে এই পূজা। দশমীর দিনে আগামী রবিবার (১৩ অক্টোবর) প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে পূজার সকল আনুষ্ঠানিকতা শেষ হবে।
জেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, বৃষ্টিকে উপেক্ষা করে কারিগর, আলোকসজ্জা ও তোরণ নির্মাণ কাজে ব্যাস্ত সময় পার করছে কাজে নিয়োজিত লোকেরা। প্রতিমা তৈরি ও মন্ডপ সাজানো প্রায় শেষের দিকে রয়েছে।
মাগুরা ভাটপাড়া প্রতিমাশিল্পী আনন্দ কর্মকার বলেন, এবছর প্রতিমা তৈরির জন্য কাজের অনেক চাপ। তারপরও সময়মতো কাজ শেষ করা হবে। গতবারের চেয়ে এবছর প্রতিমা তৈরিতে খরচও বেড়েছে। ভালো মানের প্রতিমা তৈরি করি বিধায় কাজের চাপ থাকে। পেশাগত কাজ তাই প্রতিবছর প্রতিমার কাজে ব্যাস্ত সময় যায়। সামনের কয়েক দিনের মধ্যেই প্রতিমা তৈরি শেষ করে কমিটিকে বুঝিয়ে দিতে পারবো বলে আশাবাদী।
মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু এই প্রতিবেদককে জানান, এবছর চার উপজেলায় ৫৫৫ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। তারা নিরাপদ ও নির্বিগ্নে পূজা উদযাপন সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছেন।
একইসাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গেও আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো স্বেচ্ছাসেবকসহ সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন। আশাকরি এবারের দূর্গাপূজা নিরাপদ ও নির্বিগ্নে উদযাপন করতে পারবো। মাগুরা জেলায় পূজার আয়োজনে সকলেই আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং পাশে থাকেন বলেও জানান বাসুদেব কুন্ডু।



