হিজলায় জোয়ারের পানী বৃদ্ধি ও নদী ভাঙ্গনে মানুষ এখন দিশেহারা

0
92

পলাশ দাশ, হিজলা-বরিশাল:  নিন্মচাপে নদীর পানী বৃদ্ধি পেয়ে বরিশালের হিজলা উপজেলার গোটা এলাকার মানুষ পানীবন্দি হয়ে পড়েছে। এছাড়াও উপজেলার বাউসিয়া, বাহেরচর, আলীগঞ্জ, মহিশখোলা ও টুমচর এলাকার নদী ভাঙ্গনে বিলিন হয়েছে প্রায় ৬/৭ শত পরিবার। এদের অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছে। প্রবল জোয়ারে বাহেরচর এলাকার ভেরিবাধ ভেঙ্গে যাওয়ায় অতঙ্কে রয়েছে কয়েক গ্রামের মানুষ।

নদীগর্ভে বিলিন হওয়া বাউসিয়ার মালেক ও খোরসেদ বেপারী জানায় আমাদের বাব দাদার ভিটে মাটি নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ায় আমরা এখন অসহায়, সরকারের কাছথেকে আমরা কোন সাহায্য সহযোগিতা পাই নাই। আমাদের এমন কোন সাধ্য নেই জমি ক্রয় করার। সরকারে কাছে আমাদের দাবী পূর্নবাসন করে দেওয়ার।

বাহেরচর এলাকার এইপি সদস্য জুয়েল জানায় ভেঙ্গে যাওয়া ভেরিবাধটি যদি পুনরায় ব্লগ দিয়ে বাধ নিম্মান না করলে মেঘনার ছোবল থেকে মানুষ রক্ষা পাবে না। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানায় যাদের ঘরবাড়ি নদী ভাঙ্গনে বিলিন হচ্ছে তাদের নামের তালিকা করা হচ্ছে।