করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা আট লাখ ছাড়িয়েছে

0
109

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। শনাক্ত হয়েছে দুই কোটি ৩১ লাখের বেশি। এই পর্যন্ত ১ কোটি ৫৭ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশি শনাক্ত এবং মৃত্যুর দেশ যুক্তরাষ্ট্রে সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে শনাক্তের সংখ্যা প্রায় ৫৮ লাখ। প্রাণহানি হয়েছে এক লাখ ৭৯ হাজারের বেশি মানুষের।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা এক লাখ ১৩ হাজারের বেশি। এদিকে ভারত রয়েছে তালিকার তৃতীয় স্থানে। শনাক্ত হয়েছে প্রায় ত্রিশ লাখ মানুষ। মৃত্যু প্রায় ৫৬ হাজার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম আশা করছেন আগামী দুই বছরের মধ্যে এই মহামারির অবসান হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই মহামারিকে বিদায় দেয়া সম্ভব বলে জানান তিনি। এরইমধ্যে টিকা আবিষ্কারের ঘোষণা দিয়েছে কিউবার ফিনলে ইনস্টিটিউট অব ভ্যাকসিন। শিগগিরই প্রথম ধাপের পরীক্ষার কথা বলেছে সংস্থাটি।

এছাড়া পরীক্ষার জন্য ব্রাজিলকে দুই হাজার ডোজ টিকার দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। আর পেরুতে শুরু হয়েছে চীনা বায়োটেকের ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা।