হিজলায় গ্রেনেড হামলার প্রতিবাদে শোক ‌র‌্যালী ও আলোচনা সভা

0
112

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শোক ‌র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা।

বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, যুগ্মসাধারণ সম্পাদক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত সাহাবুদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাম্মদ নাজমা বেগম, বাংলাদেশ প্রজন্ম লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্বপন চৌধুরী, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাড়ি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের আহবায়ক মুন্সি মোঃ ইসাহাক আমিন, উপজেলা যুবলীগের সদস্য তানজিন সিকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, মোঃ আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম হোসেন, সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্পাদক।

আলোচনা সভায় বক্তারা বলেন ২০০৪ সালে গ্রেনেড হামলা ও ১৯৭৫ এর ১৫ ই আগস্ট এর হত্যাকাণ্ড একই সুতায় গাঁথা। বক্তারা আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য মূলত ওই গ্রেনেড হামলা পরিশেষে দোষীদের ফাঁসির দাবি জানান।

আলোচনা সভা পরিচালনা করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাওন। আলোচনা সভার পূর্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন শান্ত ও সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি শোক ‌র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।