মোংলা বন্দরে তিন নম্বর সংকেত বহাল

0
156

মোঃসোহেল মোংলা প্রতিনিধি: উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্যের কারণে বুধবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। গত ৪/৫ দিন ধরে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকা জুড়ে দূযোর্গপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। কখনও কখনও থেমে থেমে আবারো কখনও টানা বৃষ্টিপাত হচ্ছে। এমতাবস্থায় বন্দরের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বন্দর ব্যবহারকারীরা জানান, এক কথায় ৪/৫ দিন ধরে বন্দরে অবস্থানরত জাহাজের মালামাল ওঠানামার কাজ বন্ধ রয়েছে। কারণ বৃষ্টি আসলেই কাজ বন্ধ করতে হয়, আবার শেষ হলে শুরু করতে হয়। এর ফাঁকে জাহাজের হ্যাচ খুলতে আটকাতে যে সময় যায় তাতে আর কাজ করা হয় না। এছাড়া সার, ক্লিংকারসহ অন্যান্য যে মালামাল রয়েছে তাতে পানি লাগলে নষ্ট হয়ে যায়। এছাড়া বৃষ্টির পানি জাহাজের হ্যাচে জমে জাহাজের গভীরতা বেড়ে যাওয়ায় পণ্য খালাসে জটিলতার সৃষ্টি হয়। ফলে বৃষ্টিতে জাহাজের কাজ বন্ধ রাখতেই হয়।