সিনহা হত্যা: এপিবিএন’র তিন সদস্য রিমান্ডে

0
107

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় এপিবিএন’র তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন। সোমবার (১৭ আগস্ট) তাদের জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব কার্যালয়ে ডাকা হয়। পরে সিনহা হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পাঠিয়ে র‍্যাব তাদের ১০ দিনের রিমান্ড চায়।

ওই তিন এপিবিএন সদস্য ঘটনার রাতে চেকপোস্টে দায়িত্বরত ছিলেন। তারা হলেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। এর আগে এ হত্যা মামলায় গ্রেফতার করা সাতজন হলেন উপ-পরিদর্শক (এসআই) লিটন, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন এবং সিনহা হত্যা মামলায় পুলিশের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিষবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস।