শ্রীনগরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে সভা

0
148

আরিফুল ইসলাম শ্যামল: শ্রীনগরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ১ জুন ২০২৪ খ্রী: উদযাপন উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু ত্বহা মোহাম্মদ শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জাহেদ আহমেদ, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. পারভেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ।