সোনালি ফসল ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন কৃষক

0
135

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবন্ধাঃ মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ।সোনালি ফসল ঘড়ে তুলতে ব্যাস্ত সময় পার করছেন কৃষক। চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে গাইবান্ধার পলাশবাড়ীতে।ফলে ধান কাটা ও মাড়াইয়ের জন্য ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। তবে মুল্য বৃদ্ধি না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক।ধানের যথাযথ মুল্য না থাকায় কৃষকের চোখে মুখে হতাশার ছাপ।

তারা জানান কৃষি উপকরণ ও শ্রমিক মুল্য বৃদ্ধির কারনে বেড়েছে উৎপাদন খরচ।সে অনুয়ায়ী ধানের দাম না পাওয়ায় বেড়েছে লোকসানের সংখ্যা। অবশ্য কৃষি বিভাগ বলছে সরকারি ভাবে ধান সংগ্রহ শুরু হলে ন্যায্য মুল্য পাবেন কৃষক।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কায়সার মিশু জানান, এবার ১১ হাজার ৮ শ ৯ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।আবহাওয়া অনুকুলে থাকলে প্রায় ৫৩ হাজার মেঃ টন ধান ঘরে তোলা সম্ভব ।