পুঠিয়ায় উপজেলা নির্বাচনে আব্দুস সামাদ চেয়ারম্যান, মুকুল ও মৌসুমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত

0
212

ব্যুুরো রাজশাহীঃ পুঠিয়া উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে এ্যাডঃ আব্দুস সামাদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন।

এরা হলেন, জিএম হিরা বাচ্চু (মোটরসাইকেল), এ্যাডঃ আব্দুস সামাদ (আনারস) ও আহসানউল হক মাসুদ (ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্দীতা করেন। পুঠিয়া উপজেলা নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী এ্যাডঃ আব্দুস সামাদ (আনারস) প্রতীকে ২৬ হাজার ৬’শ ৬৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দী আহসান উল হক মাসুদ (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬’শ ৭৯ ভোট। এছাড়াও জিএম হিরা বাচ্চু (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৮’শ ৭২ ভোট।

প্রাপ্ত ফলাফলে এ্যাডঃ আব্দুস সামাদ তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ২ হাজার ৯’শ ৮৬ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মতিন মুকুল (চশমা) প্রতীক নিয়ে ২৮ হাজার ১’শ ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফজলে রাব্বী মুরাদ (টিউবওয়েল) প্রতীকে ভোট পেয়েছেন ১৯ হাজার ১’শ ৯৩ ভোট। এছাড়াও জামাল উদ্দীন (তালা) প্রতীকে ১০ হাজার ৯’শ ৫৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মৌসুমী রহমান (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ২৬ হাজার ৯’শ ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী পরিজান বেগম (ফুটবল) প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮’শ ৯২ ভোট। এছাড়াও শাবনাজ আক্তার (হাঁস) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫’শ ৯৬ ভোট।

মঙ্গলবার (২১ মে) পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহন হয়েছে বলে পুঠিয়া উপজেলা সহকারী রির্টানিং অফিসার জানিয়েছেন। পুঠিয়া

উপজেলা পরিষদ ২টি থানা, ১টি পৌরসভা ও ৬টি ইউনিয় নের ৭৮টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৮২ হাজার ১ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ৬২ হাজার ৭’শ ৩৮টি। এর মধ্যে বৈধ ভোট ৬০ হাজার ২’শ ১৬ টি।