বাংলাদেশ সর্বজনীন দলের কাউন্সিল সম্পন্ন; সভাপতি-মনির, সম্পাদক -জিসান

0
102

২১ মে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত “বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ” তোপখানা রোড, ঢাকা বাংলাদেশ সর্বজনীন দলের দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী, সাবেক হুইপ এম নাজিম উদ্দিন আল- আজাদ।

প্রধান আলোচক ছিলেন-মো.দেলোয়ার হোসাইন,চেয়ারম্যান,বাংলাদেশ জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় জনতার জোট।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল নূর মোহাম্মদ মনির।এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান ও মহাসচিবগণ উক্ত সন্মেলনে উপস্হিত ছিলেন।

সন্মেলন শেষে জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো.দেলোয়ার হোসাইন আগামী দুই বছরের জন্য “বাংলাদেশ সর্বজনীন দলের ” সভাপতি প্রিন্সিপাল নূর মোহাম্মদ মনির,সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ জিসান  সহ সভাপতি মো.সাখাওয়াত হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সেরনিয়াবাত,মো. রোকন উদ্দিন এর নাম সহ সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করেন।উক্ত কমিটি আগামী  ( ৯০)নব্বই দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে নির্বাচন কমিশনে জমা দানের সিদ্ধান্ত হয়।

অনুষ্ঠান শেষে সম্প্রতি ইরানে হেলিকপ্টার দূর্ঘটনায় দেশটির রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জ্ঞাপন ও দোয়ার আয়োজন করা হয়।