জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
99

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়া‌রেন্ট ভুক্ত (সি-শ্রেনীর ক্রমিক নং-৫) মাদক ব্যবসায়ী মোঃ স্বপন ছুলু (৩২) গ্রেফতার।

রবিবার (১৬ আগষ্ট) রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করাকালে দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা মাদক মামলার জিআর ওয়ারেন্ট ভূক্ত আসামী পিতা-মোঃ আব্দুস সোবহানের ছেলে মোঃ স্বপন ছুলু (৩২) কে গ্রেফতার করে পুলিশ।

জলঢাকা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর নির্দেশক্রমে এসআই/মোঃ ওসমান গনি, এএসআই / মুকুল চন্দ্র বর্মণ ও সঙ্গীয় ফোর্স এর সমন্বয়ে একটি চৌকস টিম রাত্রি অনুমান ০১.৩০ ঘটিকার সময় বর্ণিত আসামীর বাড়ীতে অভিযান পরিচালনা করেন।

এসময় আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে থানায় নিয়ে আসেন জিআর ওয়ারেন্ট মূলে পুলিশি স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

উ‌ল্লেখ‌্য যে ধৃত অাসামী জলঢাকা থানার মামলা নং ১৭, তা‌রিখ ৩০/০৪/২০২০, ধারা-১৪৩/৪৪৮/৩৫৩/৪২৭/৫০৬ পেনলে কোড তৎসহ অগ্নী নির্বাপন অাই‌নের ১৯/২০ ধারা এর এজাহার নামীয় পলাতক অাসামী।

তার বিরুদ্ধে নিম্ন লিখিত মাদক মামলা গুলো বিভিন্ন সময়ে রুজু হয়ঃ-
১। মামলানং- ২২, তাং-১৯/০৬/২০১৭ ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের (সং/০৪) এর ১৯(১) টেবিলের ১(ক)।

২। মামলানং- ১০, তাং-১০/০৮/২০১৪ ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের (সং/০৪) এর ১৯(১) টেবিলের ১(ক)।