আগামী ৯ই মে হজের প্রথম ফ্লাইট, বাংলাদেশী হাজীদের বরণে প্রস্তুত মক্কা মদিনা হজ মিশন

0
75

শুরু হয়েছে পবিত্র হজের কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের বরণে প্রস্তুত সৌদি আরব সরকার।

আগামী বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশি হাজিদের প্রথম ফ্লাইট টি মদিনা কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে অবতরণ করবেন। ইতিমধ্যে সম্পন্ন প্রস্তুতি সম্পন্ন করছে মক্কা মদিনা হজ মিশন, এই বছর পবিত্র হজ পালনের লক্ষে সৌদি আরবে বিভিন্ন দেশের হাজিরা সমবেত হতে শুরু করেছেন।

বাংলাদেশি হাজিদের বরণ করে নিতে আমরা প্রস্তুত জানিয়েছেন মদিনা মৌসুমি হজ অফিসার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান। গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলমান মক্কায় হজ পালন করতে যান। করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী মক্কায় গিয়েছেন। এবার আরও বেশি মানুষ হজ করতে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ০৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।