রুপপুরের মেশিনারি পন্য নিয়ে মোংলা বন্দরে ভিড়লো এমভি “কে এস এইম “

0
85

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা : রাশিয়া থেকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি. কে এস এইম। জাহাজ এমভি.কে এস এইম আজ মঙ্গলবার(৩০এপ্রিল)বিকাল সাড়ে ৫ টায় মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করে।

জাহাজটিতে রাশিয়া থেকে আমদানী করা রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৯শত ৪ প্যাকেজের দুই হাজার ৬শত ৩ মেট্রিকটন মেশিনারি মালামাল রয়েছে বলে জানান শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এর সাধন কুমার চক্রবর্তী। তিনি আরো বলেন, জাহাজ টি থেকে এই মালামাল খালাস করে পরবর্তীতে সড়ক পথে পৌঁছে দেওয়া হবে রুপপুরে নির্মানাধীণ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, দেশের নির্মাণাধীন প্রায় সব প্রকল্পের মালামাল অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রত সময়ের মধ্যে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরাও এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন।