বিশ্বকবি ও জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপনে কুষ্টিয়ায় প্রস্তুতিমূলক সভা

0
77

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় দুই কবির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা। এতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিনিধিগণ প্রমূখ।

তথ্য সূত্রে জানা গেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শিলাইদহ কুঠিবাড়ীতে আগামী ০৮ ও ০৯ মে দুই দিনব্যাপী আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আগ্রহী সাংস্কৃতিক সংগঠসমূহকে অংশ্রগ্রহণের জন্য সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া বরাবর আবেদন করতে হবে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদনের শেষ সময় নির্ধারন করা হয়েছে। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীও উদযাপন করা হবে বলে জানা গেছে।