উপজেলা নির্বাচন: পঞ্চগড়ের বোদায় চেয়ারম্যানপদ সহ ১৮ প্রার্থীর মনোনয় দাখিল

0
118

পঞ্চগড় থেকে, আল মাহমুদ দোলন: পঞ্চগড়ের বোদায় আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩ টি পদে মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

২১ এপ্রিল রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদ প্রধান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউ;পি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, বিএনপি সমর্থীত মো. আব্দুল মান্নান, মো. হাবিব আল আমিন ফেরদৌস, নির্দলীয় প্রার্থী মো. মহি উদ্দীন ও রাজীব কুমার বক্সী। অপরদিকে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মো. আসাদুল্লাহ, দেব নারায়ন রায়, প্রদ্যুৎ কুমার বর্মন, হেমন্ত কুমার সেন, জীতেন্দ্র নার্থ বর্মন, মো. মোরছালিন বিন মমতাজ (রিপন)। এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, মোছা. লাইলী বেগম ও জিবুন্নাহার মুক্তা।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তকদির আলী সরকার জানান, বোদা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। বাছাই পর্ব আগামী ২৩ এপ্রিল। প্রত্যাহার ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্ধ ২ মে।

এদিকে ২য় দফা নির্বাচনের তফসিল ঘোষনায় নির্বাচনকে ঘিরে উপজেলা সহ গ্রাম গঞ্জে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রার্থীরা সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় সহ নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন।