রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0
75

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার রাজোর কাতিহার মন্দিরপাড়া গ্রামের মৃত ভাদ্রু রায়ের ছেলে লিটনের নির্মানাধীণ বাড়ির কাজ করতে গিয়ে পরিক্ষিতরায় (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার রাজার মন্দির পাড়া গ্রামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন ৫ শ্রমিক । এসময় অসাবধানতাবশত: লিটনের রোড কাটার জন্য ড্রিল মেশিনে বৈদ্যোতিক সংযোগ দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন পরিক্ষিত।

পরে স্থানীয়দের সহায়তায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিক্ষিত রায় উপজেলার দোশিয়া চোপড়া এলাকার সিরেন্দ্র রায়ের ছেলে। প্রতিদিনের ন্যায় স্থানীয় রাজমিস্ত্রী সুমনের সাথে সকাল সাড়ে ৯ টায় কাজে বের হয়ে। সে ৯ মাসের এক পুত্র সন্তানের জনক।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের সাথে আমরা কথা বলেছি। লাশ এখনো পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তারা থানায় আসলে প্রয়োজনীয় আইনান্য ব্যবস্থা নেওয়া হবে।