রাণীশংকৈল আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের বিশেষ অনুষ্ঠান

0
22

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য” এ শ্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় রাণীশংকৈল আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে শনিবার (১৩ এপ্রিল) বিকেলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক এমপি ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মেদ ইউনুস, সাবেক কর কমিশনার আসাদুজ্জামান, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী,এ্যাডভোকেট নজরুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, ওসি সোহেল রানা, আমেরিকা প্রবাসী রেজাউল করিম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, উপজেলা আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,আ’লীগ যুগ্ম সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, কৃষক লীগ সভাপতি বাবর আলী, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, জাপা নেতা শামসুল আরফিন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম,স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী,প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।এইসাথে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক ডিসপ্লে প্রদর্শন করেন। অতিথিরা তাদের বক্তব্যে স্কুলের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ ও উচ্ছ্বসিত প্রশংসা করেন। ইতোপূর্বে তারা স্কুলে যথাসাধ্য সহযোগিতা করেছেন বলে জানান।এবং আবারও স্কুলের উন্নয়নে সহযোগিতার ঘোষণা দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ এস রবিউল ইসলাম সবুজ।