লীনা গ্রুপের চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া আর নেই

0
75
অতিশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুম আলহাজ জাব্বার মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: লীনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অতিশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্ট্রি বোর্ডের সদস্য আলহাজ আব্দুল জাব্বার মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আলহাজ আব্দুল জাব্বার মিয়া মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বনগাঁও গ্রামের মরহুম মো.আফতাজ উদ্দিনের পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা বনগাঁও গ্রামে মরহুমের নিজ বাসভবনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ সেলিম আহমেদ ভূইয়া, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু, ইছাপুরা ইউপির চেয়ারম্যান মো. সুমন মিয়া, অতিশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ডিন অধ্যাপক ড. শাহরুখ আদনান, নান্নু গ্রুপের পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সরকারি আইন কর্মকর্তা (মুন্সীগঞ্জ জেলা জজ কোর্ট-এপিপি) এ্যাডভোকেট আব্দুল মতিন উজ্জ্বল, বিশিষ্ট সমাজসেবক শেখ হুমায়ুন কবির, আব্দুস সালাম সেন্টু মুক্তার, বনগাঁও জামে মসজিদের সভাপতি মো. নিজাম শেখসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম আলহাজ আব্দুল জাব্বার মিয়ার পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মো. মোয়াজ্জেম হোসেন মিল্টন তার পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।