৯ বছর পর প্রকাশ্যে জামায়াতের ইফতার পার্টি

0
77

প্রায় ৯ বছর পর প্রকাশ্যে রাজধানীতে ইফতার পার্টি করেছে স্বাধীনতাবিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩০ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই ইফতার পার্টির আয়োজন করে দলটি। ইফতার পার্টিতে বিএনপিসহ সমমনা মিত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। ইফতার পার্টিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের এই ইফতার পার্টি নিয়ে শনিবার দিনভর ছিলো রহস্য। সবার জানার আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিলো বিএনপি অংশ নেয় কিনা। সবশেষ বিএনপিকে অংশ নিতে দেখা গেছে। তবে কিছুটা কৌশলে। এর আগে, প্রকাশ্যে জামায়াত ইফতার পার্টি করেছিল ২০১৫ সালে। সেখানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জানা যায়, গতকাল একইদিনে বিএনপির অঙ্গসংগঠন কৃষক দল, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াতে ইসলামী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ইফতার নিয়ে কৌশলী অবস্থান দেখিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য দুটি দলের ইফতারে প্রতিনিধিত্ব করেন। তবে কৃষক দলের ইফতারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ থাকায় কোনো ইফতারেই যোগ দেননি।

বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, সম্প্রতি ইফতারকেন্দ্রিক অনুষ্ঠানে বিএনপির নেতাদের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, উভয়পক্ষ আবার ঘনিষ্ঠ হতে চলেছে। এরই প্রভাব দেখা যাচ্ছে ইফতার মাহফিলগুলোতে।

তবে শনিবারে অনুষ্ঠিত জামায়াত ও এবি পার্টির ইফতার নিয়ে আলোচনা ছিলো বেশ। পরস্পরবিরোধী দল দুটোর ইফতারে বিএনপির কোন কোন নেতা অংশ নেন, তা নিয়ে ব্যাপক রহস্য ছিলো। দলের শীর্ষ নেতৃত্বের কেউ জামায়াত বা এবি পার্টির ইফতারে অংশ নেন কিনা, এ নিয়ে শনিবার বিকেল পর্যন্ত ধোঁয়াশা ছিলো। গতকাল (শুক্রবার) রাতেও আলোচনা ছিলো জামায়াতের ইফতারে যাচ্ছেন মির্জা ফখরুল।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বিএনপির ইফতারে যোগ দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। ১২ দলীয় জোটের ইফতারেও যোগ দেন তারেক রহমান ও শফিকুর রহমান। তবে শনিবার জামায়াতের ইফতারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে অংশ নিতে দেখা যায়নি। দলের একনেতার মতে, বিএনপি কৌশলী আচরণ করছে। সবাইকে সন্তুষ্ট রাখছে।

শনিবার জামায়াতের ইফতার পার্টিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, জয়নাল আবেদীন, মো. আবদুস সালাম, মজিবুর রহমান সারোয়ার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কায়সার কামাল, জহির উদ্দিন স্বপন এবং রাজনৈতিক নেতাদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অলি আহমদসহ বিকল্প ধারা বাংলাদেশ, জাগপা, জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ ন্যাপ, এনপিপি, গণদল, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম ও এবি পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।