শ্রীনগরে রাঢ়িখাল ও বাঘড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ

0
125

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে জাটকা আহরণ থেকে বিরত থাকা রাঢ়িখাল ও বাঘড়া ইউনিয়নের জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার পৃথক পৃথকভাবে সকাল থেকে বিকাল পর্যস্ত উপজেলার রাঢ়িখালে ৫৮টি ও দুপুরে বাঘড়ায় ১০২টি জেলে পরিবারের মাঝে মোট ১২.৮ মেঃটন চাল বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাকের পরিচালনায় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, ট্যাগ অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমিরুল ফারুক, ট্যাগ অফিসার ও উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) অফিসার আশিক নেওয়াজ, বাঘড়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুজ্জামান, জেলে প্রতিনিধি তপন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন বিশেষ মানবিক (ভিজিএফ) আওতায় রাঢ়িখাল ও বাঘড়া ইউনিয়নে মোট ১৬০টি জেলে পরিবারের প্রত্যেক পরিবারকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়। এর আগে ২৮ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উপকারভোগী ৩৭৫টি জেলে পরিবারকে চাল প্রদান করা হয়।