দুর্গাপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

0
423

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

থানা ওসি উত্তম চন্দ্র দেবের সভাপতিত্বে ও সাংবাদিক ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় বক্তব্যে রাখেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: জেবুন্নেছা,দুর্গাপুর সার্কেলের এএসপি মো. আক্কাছ আলী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান,সাবেক পৌর মেয়র কামাল পাশা,শ.ম জয়নাল আবেদীন,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা পূজা উদযাপনের সভাপতি এডভোকেট মানেশ সাহা, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, , হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, টিডব্লিউএ চেয়ারম্যান সায়মন তজু, পৌর কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু,সাবেক ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল, সাংবাদিক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার, ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মঈন ইবনে সাঈদ সৌরভ সহ সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং নির্মূল, সহ বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনা করা হয়। দুর্গাপুর উপজেলাকে অপরাধ মুলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে এমপি মোশতাক আহমেদ রুহী যে ভুমিকা পালন করছেন তার জন্য এমপি মহোদয়কে উপস্থিত সকলে ধন্যবাদ জানান।

প্রধান অতিথি এলাকা থেকে এগুলো নিরসনে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।