বাংলাদেশ চলচিত্র অভিনেতা বাপ্পী সাহা’র মাতৃদেবী স্বপ্না রানী সাহার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

0
107

রনজিত কুমার পাল (বাবু), নারায়ণগঞ্জ: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সম্মানিত উপদেষ্টা বাবু ননী গোপাল সাহা’ মহোদয়ের সহধর্মিণী ও বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পী সাহা’র মমতাময়ী মাতৃদেবী- স্বপ্না রানী সাহা’র বিদেহী আত্মার সদগতি শান্তি ও স্বর্গবাস কামনায় বুধবার (২০ মার্চ-২০২৪) দুপুরে তার নিজ আলয়ে পারলৌকিক আদ্যশ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

উল্লেখ্য- বাংলাদেশ চলচিত্রের জনপ্রিয় অভিনেতা (নায়ক) বাপ্পী সাহা’র মমতাময়ী মাতৃদেবী স্বপ্না রাণী সাহা গত ৫ই মার্চ-২০২৪ ইহলোকের সকল মায়া মমতা ত্যাগ করে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর নেতৃবৃন্দগণ সবান্ধবে শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধার সহিত শোকপত্র ক্রেস্টটি স্বর্গীয় স্বপ্না রাণী সাহার সন্তানদের হাতে তোলে দেন।

এ’সময় শ্রাদ্ধবাসর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ সভাপতি তিলত্তমা দাস, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ সভাপতি দুলাল দাস, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল,সহ কোষাধ্যক্ষ শা‌ন্তি দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, সহ- প্রচার সম্পাদক তারেক দাস, , মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি মদন মোহন দাস, দুলাল দাস, সহ সভাপতি রতন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্চয় কুমার সাহা, কোষাধ্যক্ষ তপন ধর, সদস্য রাজিব দাস ভৌমিক, মানিক রাম কানু, লিটন সরকার, বিশ্বজিত ঘোষ, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানার সভাপতি প্রদীপ মন্ডল,১৩নং ওয়ার্ডের আহবায়ক পঙ্কজ সাহা, ১৪নং ওয়ার্ডের সদস্য ত্রিনাথ সাহা, গোবিন্দ দাস, অভিরাম সূত্রধর, বিধু হালদার, সুখ রঞ্জন আইস, ১৮নং ওয়ার্ডের লক্ষন বাবু, মনিরাম দাস, বিজয় দাস কাব্য, মহানগর যুব পরিষদের আহ্বায়ক শ্রী সঞ্জিত কুমার, সদস্য সচিব পলাশ চন্দ্র রায়, সদস্য সুদীপ দাস সুদীপ্ত, আকাশ সাহাসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ।