চিতলমারীতে বিভিন্ন ইভেন্টে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতিত্ব অর্জন

0
391

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করেছে।

প্রতিযোগিতার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ক গ্রুপের কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে। খ গ্রুপের কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন, ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণির চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় প্রথম স্থান, নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠে দ্বিতীয় স্থানসহ উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের ১৫ টি পুরস্কারের মধ্যে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ বিষয়ে কৃতিত্ব অর্জন করে। বিগত বছরের ন্যায় এ বছর বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জন করায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈ বলেন, ইতোপূর্ব থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এস এস সি পরীক্ষাসহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ধারাবাহিক সফলতা অর্জন করে চলেছে। বিভিন্ন বিষয়ে এ সফলতা অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।